কিশোরগঞ্জের হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ফৌজিয়া খান।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আনিসুজ্জামান বাবুল।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে