রাজবাড়ীর গোয়ালন্দে বাড়ি নির্মাণের কাজে বাধা, ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, হুমকি ও অনৈতিক দাবির অভিযোগে ভুক্তভোগী মো. জামাল উদ্দিন খান বৃহস্পতিবার গোয়ালন্দ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
তিনি জানান, গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাজার বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়কের পাশে নিজ মালিকানাধীন জমিতে পুরাতন বাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণ শুরু করেন। তবে নির্মাণকাজ শুরুর পর থেকেই একই এলাকার প্রবাসী গাজী সাইফুল ইসলাম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে তাকে মানসিকভাবে হেয়প্রতিপন্ন করেন। এছাড়া গাজী হাকিম, গাজী জাহিদসহ কয়েকজনের নেতৃত্বে বহিরাগত লোকজন দিয়ে তাকে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ করেন জামাল উদ্দিন।
তিনি বলেন, “পৌরসভার অনুমতি নিয়ে বাড়ি নির্মাণ শুরু করলেও প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ তুলে কাজ বন্ধ করায় আমি হাইকোর্ট থেকে রায় এনে প্রমাণ করেছি ওই স্থানে পূর্বে কোনো রাস্তা বা হালোট ছিল না।”
জামাল উদ্দিন আরও জানান, চলাচলের সুবিধার জন্য তিনি পৌরসভার লোকজনের জায়গা মাপার সময় অতিরিক্ত পাঁচ ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছেন। তবু প্রতিপক্ষরা আরও বেশি রাস্তা ছেড়ে দিতে চাপ দিচ্ছে। এমনকি রাতে সন্ত্রাসীদের দিয়ে নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, “তারা আমাকে ভয় দেখায়, বলেন তারা এমপি প্রার্থী এবং তাদের প্রাইভেটকারের যাওয়ার জায়গা দিতে হবে। তাদের গাড়ি নিয়ে আমার বাড়িতে যেতে হবে। তারা এমপি পদপ্রার্থী বলে কি আমি নিজের জায়গায় বাড়ি করতে পারব না? তাদের হুমকির কারণে আজ পর্যন্ত আমি বাড়ি করতে পারছি না। আমি প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা চাই।”
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, “বাড়ি নির্মাণের জন্য সব নিয়ম মেনে নকশা অনুমোদন দেওয়া হয়েছে। চলাচলের রাস্তার বিষয়টি আমরা খতিয়ে দেখে সর্বশেষ বিএস রেকর্ড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। নির্মাণকারীও আমাদের কাছে অঙ্গীকার করেছেন, পৌরসভার নিয়ম মেনেই ভবন নির্মাণ করবেন। তাই পৌরসভার পক্ষ থেকে তার বাড়ি নির্মাণে কোনো বাধা নেই।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে