চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র্যাব-৭ এর বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মনোয়ারা বেগমকে আটক করা হয়।
পরে তার দেখানো মতে বাড়ির বারান্দায় খাটের নিচে লুকানো একটি নীল ও কালো রঙের ব্যাগে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো ১০টি ইটসদৃশ প্যাকেট থেকে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম স্বীকার করেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছেন।
আটক মনোয়ারা বেগমকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে