নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামকে বদলি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ উপপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত ১৭ জুলাই ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মো. নজরুল ইসলামের চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তিনি আগামী ২৪ জুলাই ২০২৫ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে যোগদান না করলে ২৪ জুলাই বিকাল ৪টা থেকে বর্তমান পদ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ইউএনও মো. নজরুল ইসলাম নলছিটিতে দায়িত্ব পালনকালে একজন সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসক হিসেবে এলাকাবাসীর মাঝে বিশেষ সম্মান ও জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর নেতৃত্বে উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, সেবা ও প্রশাসনিক স্বচ্ছতায় এসেছে গতি ও ইতিবাচক পরিবর্তন।
তার বদলির খবরে উপজেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে কষ্ট ও আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, তিনি শুধু একজন প্রশাসকই নন, ছিলেন জনগণের আস্থার প্রতীক। তাঁর বিদায়ে নলছিটিবাসী হারালো একজন নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তা।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে