নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান-এর বর্ষপূর্তি। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনব্যাপী আয়োজন করা হয় চিত্রাঙ্কন, গ্রাফিতি, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা।
রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত “চব্বিশের রঙে” শিরোনামের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নুর আলম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক খোকন, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজর আশরাফুল আলম সিদ্দিকী, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান, সহকারী প্রধান শিক্ষক পঙ্কজ কুমার পাল।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা স্বাধীনতার পথকে সুগম করেছিলেন। তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।”
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় শিক্ষক-অভিভাবকরা জানান, এই ব্যতিক্রমধর্মী আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করে তুলবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে