খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) খাগড়াছড়ি পৌর এলাকায় পাহাড়ি ছাত্র পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, "এ ধরনের বর্বর ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর নয়, পুরো নারী সমাজের ওপর নিপীড়নের প্রতিচ্ছবি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"
তারা আরও বলেন, "এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। পাহাড়ে বসবাসরত নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
সমাবেশে বক্তারা প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করেন:
১.অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা
২.ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা
৩.ভুক্তভোগী শিক্ষার্থীর মানসিক ও চিকিৎসা সহায়তা প্রদান
৪.পার্বত্য চট্টগ্রামে নারীর নিরাপত্তা রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ
সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে ‘ধর্ষকদের বিচার চাই’, ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘নারীর নিরাপত্তা নিশ্চিত করো’—লিখিত প্ল্যাকার্ড বহন করে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি প্রমুখ।
একুশে সংবাদ/খা.প্র/এ.জে