AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাসারে পিকআপ উল্টে খাদে, প্রাণ গেল ব্যবসায়ীর


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০৪:১৯ পিএম, ১৭ জুলাই, ২০২৫

ডাসারে পিকআপ উল্টে খাদে, প্রাণ গেল ব্যবসায়ীর

মাদারীপুরের ডাসারে ডিমভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে নুর নবী (৪৫) নামে এক ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গোপালগঞ্জ থেকে শরীয়তপুর যাওয়ার পথে গোপালগঞ্জ-মাদারীপুর সড়কের ডাসার উপজেলার ধামূসা গ্রামের বেলতলা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুর নবীর। খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর নবীকে মৃত ঘোষণা করেন।

ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় পিকআপের চালক হিজবুল্লাহ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে পালিয়ে যান। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নুর নবী পেশাগতভাবে দীর্ঘদিন ধরে ডিম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!