AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার চাঁদাবাজমুক্ত নরসিংদী হবে - অতিরিক্ত পুলিশ সুপার


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৪:০২ পিএম, ১৭ জুলাই, ২০২৫

এবার চাঁদাবাজমুক্ত নরসিংদী হবে - অতিরিক্ত পুলিশ সুপার

নরসিংদীতে বেপরোয়াভাবে বাড়ছে চাঁদাবাজির ঘটনা। কোথাও প্রকাশ্যে, কোথাও নীরবে—প্রতিদিনই চলছে জেলার কোথাও না কোথাও চাঁদা আদায়ের ঘটনা।  

কিন্তু এবার  চাঁদাবাজদের জন্য এসেছে কড়া হুঁশিয়ারি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন (শামীম) স্পষ্ট জানিয়ে দিয়েছেন— এবার চাঁদাবাজমুক্ত নরসিংদী হবে, হবেই।

বুধবার (১৬ জুলাই) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নরসিংদীতে প্রকাশে বা গোপনে চাঁদাবাজির বিষয়ে দয়া করে তথ্য দিন। সম্ভব হলে চাঁদাবাজির প্রমাণস্বরূপ ছবি, ছোট্ট ভিডিও ক্লিপ বা অডিও রেকর্ড। কথা দিচ্ছি, চাঁদাবাজ যত প্রভাবশালীই হোক, ইনশাআল্লাহ পার পাবে না। যারা বলছেন পুলিশ চাঁদা নেয়, পুলিশই বড় চাঁদাবাজ, আগে ঘর ঠিক করেন ইত্যাদি-ইত্যাদি, তাদেরকে বলছি, এমন তথ্য থাকলে সেটাও নির্ভয়ে আমাকে দিন। দেখুন ব্যবস্থা নেওয়া হয় কীনা! আইজিপি স্যার ও নরসিংদীর পুলিশ সুপার স্যারের পরিষ্কার নির্দেশনা অনুযায়ী চাঁদা বাজকে আমরা তার চাঁদাবাজ পরিচয়েই ট্রিট করব, অন্য পরিচয়, সেটা যত ভারিই হোক, তা দিয়ে নয়। আর আপনার তথ্যের গোপনীয়তা ও আপনার নিরাপত্তা রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, এবার চাঁদাবাজমুক্ত নরসিংদী হবে, হবেই। দয়া করে জায়গাজমি উদ্ধার, দখল-পাল্টাদখলের অনুরোধ বা পুলিশকে দিয়ে এ ধরনের অন্য কোনো পারপাস সার্ভ করার ইচ্ছে পোষণ করবেন না।"

এই স্ট্যাটাস প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আনোয়ার হোসেনের এমন স্পষ্ট ও কড়া বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

ফেসবুক ব্যবহারকারী মো. মোয়াজ্জেম হোসেন কায়সার নামে একজন  মন্তব্য করেছেন "পুলিশ ও সাধারণ মানুষ হয়ে উঠুক বন্ধু, যেখানে ভয় নয়, নিরাপত্তাই হোক ভরসা।"

ফাহামিদা হক নামে একজন  লিখেছেন "ভালো পদক্ষেপ, আশা করি আপনি সফল হবেন।"

জাফর ইকবাল মিঠু লিখেছেন ‘দেশের জনগণ যদি সোচ্চার হয় এবং পুলিশ প্রশাসন যদি চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স হয়, তবে ইনশাআল্লাহ চাঁদাবাজরা নির্মূল হবেই হবে।’ অসংখ্য মানুষ এ কার্যক্রমকে  ইতিবাচক মন্তব্য করেছেন।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!