বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এক ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও একজন নারী।
বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) ও পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। তাদের পারিবারিক সম্পর্ক দাদি শাশুড়ি ও নাতি বউ। আহত নারী বন্যা তাদের ঘনিষ্ঠ আত্মীয়।
পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় বন্যা তার ভাবি হাবিবা ও দাদি লাইলীর বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ দুর্বৃত্তের হামলার পর চিৎকার শুনে স্বজনরা ছুটে গিয়ে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। বন্যা গুরুতর অবস্থায় হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।
বন্যার চাচা আব্দুস সালাম জানিয়েছেন, বন্যার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে বিয়ের প্রস্তাবও এসেছিল। তবে পরিবারের পক্ষ থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। প্রেমঘটিত বিরোধ থেকেই এই হামলা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
ঘটনার বিষয়ে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই গাজিউল হক বলেন, ঘটনার সময় বন্যা তার পরিচিত সৈকত নামে এক যুবকের সঙ্গে কথা বলছিলেন। কথাবার্তার এক পর্যায়ে বিরোধের সৃষ্টি হলে বন্যাকে ছুরিকাঘাত করা হয়। তাকে বাঁচাতে গেলে প্রথমে হাবিবা ও পরে লাইলী বেওয়াকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আহত বন্যার শরীরে একাধিক স্থানে ছুরির আঘাত রয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে