নীলফামারীর ডিমলায় খোলা বাজারে খাদ্যশস্য (ওএমএস) বিক্রয়ের জন্য ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান বান্না, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ওয়াসিম ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহীন রানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) নবাব, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য-সহকারী মশিউর রহমানসহ আবেদনকারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
লটারিতে তিনটি পয়েন্টের জন্য মোট ১৭ জন আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৩ জনের আবেদন বাতিল হওয়ায় ১৪ জন বৈধ আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে তিনজনকে নির্বাচিত করা হয়।
শুটিবাড়ী মোড়ের জন্য ১০ জন আবেদনকারীর মধ্য থেকে মিজানুর রহমান সবুজ, বিজয় চত্বরের ৩ জন আবেদনকারীর মধ্যে তৈয়ব আলী এবং ইসলামিয়া কলেজ মোড়ে একজন আবেদনকারী থাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমকে সরাসরি ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহীন রানা বলেন, "স্বচ্ছতা ও ন্যায়সংগতভাবে ডিলার নির্বাচন নিশ্চিত করতেই উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে।"
একুশে সংবাদ/নী.প্র/এ.জে