জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকারে কুষ্টিয়ার মিরপুরে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল কাফী, উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর রেজাউল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান মাহফুজ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত একাধিক ব্যক্তি ও এনসিপির প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, “ভোটারবিহীন ও রাতের ভোটের নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় ছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। বিরোধীদলীয় মত দমন ও নিপীড়ন ছিল তাদের নিত্যকার ঘটনা। মানুষকে জেলে ভরে রাখা হতো শুধু ভিন্নমতের কারণে।
এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে রাজপথে নামে ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ দেশের সাধারণ জনগণ। গণবিস্ফোরণের মধ্য দিয়ে বাংলাদেশে ঘটে যায় এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থান। পালিয়ে বাঁচতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার ও তাদের শীর্ষ নেতারা। হাজার হাজার মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রাণ বিসর্জন দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন জাতিকে।”
আলোচনা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে