শেরপুরের ঝিনাইগাতীতে মানবিক সহায়তার অংশ হিসেবে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলামকে (৫৫) একটি অটোরিকশা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে রফিকুলের হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করা হয়।
রফিকুল ইসলাম উপজেলার ঘাগড়া ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই প্যাডেলচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ডিজিটাল যুগে সাধারণ রিকশার চাহিদা কমে যাওয়ায় পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। বিষয়টি নজরে আসে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল আনুষ্ঠানিকভাবে রফিকুলের হাতে অটোরিকশার চাবি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হক সানি, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুজন খান, গোল্ডেন কো-অপারেটিভের প্রতিনিধি মামুন মিয়া, ‘ডোনেট ২০ টাকা’র হাসিব আল তুহিন, ‘ভয়েস অব ঝিনাইগাতী’র জাহিদুল হক মনির, স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর প্রতিনিধি আতিকুর রহমান খাঁন, ‘ঝিনাইগাতী হেল্পলাইন’-এর মোরাদ হোসেন (চাঁন), ‘আসঝি’র আশিকুর রহমান আশিক, ও ‘বিউটি অব ঝিনাইগাতী’র প্রতিনিধি নিবির আল দীনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষে জানানো হয়, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা রফিকুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। তার মতো আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।”
অটোরিকশাটি পেয়ে আবেগাপ্লুত রফিকুল ইসলাম বলেন, “এই উপহার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এখন থেকে ভালোভাবে উপার্জন করতে পারবো। যাঁরা পাশে দাঁড়িয়েছেন তাঁদের জন্য দোয়া করি।”
এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে পরিবর্তন আনে। আমরা সবসময় এ ধরনের কাজের পাশে আছি।”
একুশে সংবাদ/শে.প্র/এ.জে