AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে সাত মামলার পলাতক আসামি মিন্টুকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতা


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৬:৫২ পিএম, ১৬ জুলাই, ২০২৫

শ্রীপুরে সাত মামলার পলাতক আসামি মিন্টুকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুরে সাতটি মামলার পলাতক আসামি ও বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলম মিন্টুকে (৪০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (বৃন্দাবন) গ্রাম থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মিন্টুকে হেফাজতে নেয়।

আটক জাহাঙ্গীর আলম মিন্টু উপজেলার তেলিহাটি ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে গত ফেব্রুয়ারি মাসে চাঁদাবাজির অভিযোগে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “জাহাঙ্গীর আলম মিন্টু একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সকালে খবর পাই সে এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে স্থানীয় জনতা ও নেতাকর্মীদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “জাহাঙ্গীর আলম মিন্টুর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। সে পলাতক অবস্থায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করছিল।”

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে এমসি বাজার এলাকায় মিন্টু তার সমর্থকদের নিয়ে মাথায় গামছা ও হাতে রামদা নিয়ে প্রকাশ্যে চাঁদার দাবিতে মিছিল বের করে। পরে স্থানীয় স্বপ্নপুরী হোটেলের সামনে সমাবেশ করে মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের তার লোকজনকে চাঁদা দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ উঠে।

 


একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!