AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়ায় ইলিজারভ ট্রেনিং সম্পন্ন করলেন ডা. সাহিদুর রহমান খান


Ekushey Sangbad
সায়েম খান, মানিকগঞ্জ
১২:২৫ পিএম, ১৬ জুলাই, ২০২৫

রাশিয়ায় ইলিজারভ ট্রেনিং সম্পন্ন করলেন ডা. সাহিদুর রহমান খান

বাংলাদেশের জনপ্রিয় অর্থোপেডিক চিকিৎসক ডা. মো. সাহিদুর রহমান খান সম্প্রতি সফলভাবে সম্পন্ন করেছেন রাশিয়ার কুরগান শহরে অবস্থিত ‘G.A. Ilizarov’ নামক বিখ্যাত অর্থোপেডিক ও ট্রমাটোলজি সেন্টারের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ফেডারেল স্টেট বাজেটারি ইনস্টিটিউশনের জাতীয় চিকিৎসা গবেষণা কেন্দ্র ‍‍`National Medical Research Center for Traumatology and Orthopaedics named after academician G.A. Ilizarov‍‍` আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সটি ছিল "Treatment of Orthopaedic and Trauma Patients Using Transosseous Osteosynthesis Technique" বিষয়ক। অর্থাৎ, হাড় ও ট্রমাজনিত জটিল সমস্যায় ‘ট্রান্সওসিয়াস অস্থি সংযোজন প্রযুক্তি’ ব্যবহারে আধুনিক পদ্ধতির হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ডা. সাহিদুর রহমান খান এই ‘ইলিজারভ মিনি-ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এ অংশগ্রহণ করেন ২০২৫ সালের ৩১ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত। কুরগানের ‘National Medical Research Ilizarov Center for Trauma and Orthopaedics’-এ এই সময়কালে তিনি বিভিন্ন জটিল অর্থোপেডিক কেস স্টাডি, সার্জিক্যাল প্র্যাকটিস এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এই ট্রেনিং প্রোগ্রামটির পরিচালক ছিলেন A.V. Burtsev, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং কেন্দ্রটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সার্টিফিকেট নম্বর ১৩৭৮-এর মাধ্যমে ডা. সাহিদুর রহমান খানের সফল অংশগ্রহণ ও সাফল্য স্বীকৃত হয়েছে।

ডা. সাহিদুর রহমান খানের এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের চিকিৎসা জগতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণ ভবিষ্যতে বাংলাদেশের অর্থোপেডিক রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা প্রদানে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

তার এই আন্তর্জাতিক প্রশিক্ষণ চিকিৎসা জগতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!