AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৫ পিএম, ১৬ জুলাই, ২০২৫

বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, “গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে অংশ নেওয়া এনসিপির নেতা-কর্মীদের ওপর ফ্যাসিবাদী সরকারের আশ্রয়-প্রশ্রয়ে বেড়ে ওঠা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে। তাদের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি এসপি অফিসেও হামলার অভিযোগ উঠেছে। এতে এনসিপির বহু নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।”

তিনি আরও জানান, এই সন্ত্রাস, নৈরাজ্য ও হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।

বিবৃতিতে তিনি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সংগঠনের সর্বস্তরের কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!