কুষ্টিয়ার মিরপুরে কৃষি কাজে অব্যবহারযোগ্য ও ভেজাল সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ জুলাই) মিরপুর বাসস্ট্যান্ড বাজারে ‘মেসার্স মুক্তা ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১৭(২)(ঘ) ধারায় এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসিম উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল ইসলাম ও কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভেজাল সার আমদানি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে