AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রজনতার ব্লকেড কর্মসূচি-বিক্ষোভ



গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রজনতার ব্লকেড কর্মসূচি-বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ শেষে এনসিপির নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ ব্লকেড কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিল‌ বের হয়ে চৌমূহনা ব্লকেড করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও বাগছাস নেতা-কর্মীরা। 

বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে হামলাকারীদের শাস্তি এবং আওয়ামী সন্ত্রাসের অবসান চেয়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার শহর।

বক্তারা বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে, ফ্যাসিবাদী শক্তি এখনো নির্মূল হয়নি। এনসিপি’র মতো একটি গণতান্ত্রিক দলের নেতাদের ওপর বর্বরোচিত হামলা স্বাধীনতার চেতনার সাথে বেঈমানি। যদি সরকার ব্যবস্থা না নেয় এই হামলার দায় সরকারকে নিতে হবে, এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এনসিপির জেলা প্রধান সমন্বয়ক ফাহাদ আলম বলেন, এটা শুধু একটি দলের ওপর হামলার প্রতিবাদ নয়, এটা আমাদের কথা বলার অধিকার রক্ষার লড়াই। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ না করে আগামীর বাংলাদেশ‌ চলতে পারে না।

ব্লকেড কর্মসূচি ঘোষণার পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে বদ্ধপরিকর থাকায় কোথাও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!