AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরফ্যাশনে জমি বিরোধকে কেন্দ্র করে অসহায় পরিবারের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ



চরফ্যাশনে জমি বিরোধকে কেন্দ্র করে অসহায় পরিবারের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ

ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অসহায় পরিবারের ওপর হামলা ও দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বকশী বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এসব অভিযোগ তুলে ধরেন।

ভুক্তভোগী হাছান বানু জানান, তার শ্বশুর নজীর আহমদ বকশী প্রায় ১২ বছর আগে তাকে ৩২ শতক জমি বিক্রি করলেও কোনো দলিল বা কাগজপত্র দেননি। বাবার বাড়ি থেকে পাওয়া ওয়ারিশ সূত্রের জমি বিক্রি করে তিনি ১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছিলেন। সেই জমিতে তার স্বামী ও সন্তানেরা দীর্ঘদিন ধরে ভোগদখল করলেও হঠাৎ করে জমির মালিকানা নিয়ে বিরোধ শুরু হয়।

গত শনিবার (১২ জুলাই) তার ছেলে আমিরুল ইসলাম ওই জমিতে ধানের চারায় সেচ দিতে গেলে নজীর আহমদ বকশীর ভাতিজা আলআমিন বিএসসি-র নেতৃত্বে আমির হোসেন, হাসান, নাজমা, আলেদা বেগমসহ অন্তত ১০ জন হামলা চালায় বলে অভিযোগ করেন হাছান বানু। এতে তার স্বামী ইয়াছিন বকশী, ছেলে আমিরুল, মেয়ে কুলছুম ও আত্মীয়া সুফিয়া আহত হন।

সংবাদ সম্মেলনে হাছান বানুর ছেলে আমিরুল ইসলাম অভিযোগ করেন, জমির কাগজ না দিয়েও প্রতিপক্ষগণ হামলার উল্টো অভিযোগ তুলে থানায় মিথ্যা মামলা করেছে এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে তাদের সম্মানহানি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে অভিযুক্ত আলআমিন দাবি করেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে পারিবারিকভাবে জেনেছেন যে চাচাতো ভাই আমিরুল ও চাচা ইয়াছিন বকশী তার দাদা নজীর আহমদকে মারধর করেছে।

এ বিষয়ে স্থানীয় একাধিক সালিশদার ও এলাকাবাসী জানান, নজীর আহমদ বকশী জমি বিক্রির জন্য টাকা নেওয়ার পরও জমি বুঝিয়ে দেননি। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজান হাওলাদার জানান, "উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!