AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে ‘জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা’ নিয়ে দিনব্যাপী কমিউনিটি স্কুল কর্মশালা অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোক্তার হোসেন, গোদাগাড়ী, রাজশাহী
০৯:০৮ পিএম, ১৫ জুলাই, ২০২৫

গোদাগাড়ীতে ‘জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা’ নিয়ে দিনব্যাপী কমিউনিটি স্কুল কর্মশালা অনুষ্ঠিত

‘জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু ন্যায্যতার আন্তঃসম্পর্ক’ বিষয়ক দিনব্যাপী একটি কমিউনিটি স্কুল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর গোদাগাড়ীতে। মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে অনুষ্ঠিত কর্মশালাটির আয়োজন করে গবেষণা ভিত্তিক সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ (রিইব)।

কর্মশালায় স্থানীয় উন্নয়ন সংগঠনসমূহের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রিইব-এর প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়ক সুরাইয়া বেগম। তিনি ইন্টার‌্যাক্টিভ গেম এবং দলীয় কার্যক্রমের মাধ্যমে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার মৌলিক ধারণা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রোসা লাক্সেমবার্গ স্টিফটুং-এর প্রোগ্রাম ম্যানেজার ভিনোদ কষ্টি এবং গোদাগাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা শারমিন। বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের ওপর অনেক বেশি এবং সেই বাস্তবতায় নীতিনির্ধারণ ও কর্মপরিকল্পনায় জেন্ডার সংবেদনশীলতা অপরিহার্য।”

কর্মশালায় অংশগ্রহণ করে বিভিন্ন উন্নয়ন সংগঠন— বোরসিক, কাকন বহুমুখী উন্নয়ন সংস্থা, রাজশাহী সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বাংলাদেশ এবং ইয়ুথ চেঞ্জমেকারস নেটওয়ার্ক। অংশগ্রহণকারীরা নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এই প্রশিক্ষণ তাদের কাজকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশবান্ধব করতে সহায়তা করবে।

পুরো আয়োজনটি পরিচালনা করেন রিইব-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান এবং এনিমেটর অপু রাম দাস।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংগঠনগুলোকে সুপারিশ করা হয়, যেন তারা নিজেদের চলমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ডে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করেন।

স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা প্রশিক্ষণের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া সংগ্রহ করেন।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!