বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি, দেশে চলমান আইনশৃঙ্খলার চরম অবনতি, সন্ত্রাস-নৈরাজ্য এবং বিরোধী দলকে আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ফটিকছড়ির নারায়ণহাট চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য একরামুল হক বাবুল, নুরুল ইসলাম তালুকদার, বোরহান উদ্দিন মেম্বার, এয়াকুব শহিদ, হান্নান চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, সরকারের নির্দেশে বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও রাষ্ট্রীয় মদদে সন্ত্রাস-নৈরাজ্য বাড়ছে। তারা অবিলম্বে তারেক রহমানকে কটূক্তির দায়ে দোষীদের বিচার দাবি করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে