জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন—উপজেলার বালিজুড়ী পণ্ডিতপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে মো. ইয়াকুব (৩৫) এবং তার সহযোগী, তারতাপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে শাকিব আল হাসান (২৫)। পুলিশ জানিয়েছে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
ভুক্তভোগী ঠিকাদার দুলাল মন্ডল থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, “আমি একজন ঠিকাদার হিসেবে বিভিন্ন রাস্তা ও স্থাপনা নির্মাণের কাজ করি। গত ৮ জুলাই উপজেলা পরিষদের গেট নির্মাণকালে আসামিরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে রাজমিস্ত্রীদের কাছ থেকে চাঁদা দাবি করে এবং হুমকি দেয় যে, চাঁদা না দিলে কাজ বন্ধ রাখতে হবে। ফলে শ্রমিকরা ভয়ে কাজ বন্ধ করে দেয়।”
তিনি আরও জানান, “পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই। কিন্তু ১৪ জুলাই দুপুরে আবারও তারা দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে চাঁদা দাবি করে, নির্মাণ কাজে বাধা দেয় ও ভাঙচুর চালায়। শ্রমিকদের ওপর হামলাও করে। পরে পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, “ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা দুইজনকে আটক করি। এসময় মো. ইয়াকুবের প্যান্টের পকেট থেকে একটি চাকু ও একটি ক্যাঁচি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/জা.প্র/এ.জে