যশোরের কেশবপুর পৌর কৃষক লীগের সভাপতি ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান কৃষক লীগ থেকে পদত্যাগ করেছেন।রবিবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগের কারণ হিসেবে আশরাফুজ্জামান জানান, "সাংবাদিকতায় নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে আমি কৃষক লীগ থেকে পদত্যাগ করছি।" তিনি আরও উল্লেখ করেন, দলীয় পদ ছাড়াও তিনি কৃষক লীগের সঙ্গে সব ধরনের সম্পৃক্ততা ও সম্পর্ক ছিন্ন করেছেন।
এ বিষয়ে কেশবপুরের রাজনৈতিক ও সাংবাদিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তার এই পদক্ষেপকে কেউ কেউ প্রশংসনীয় বললেও কেউ কেউ বলছেন—এটি ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বাভাস হতে পারে।
একুশে সংবাদ/য.প্র/এ.জে