চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত দেশি পিস্তল (ওয়ান শুটার গান) ও একটি বারুদবিহীন গুলি উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের আওতাধীন মাধবখালী বিওপির হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৭১ নম্বর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভেতরে মাধবখালী গ্রামের মো. আছর আলীর বাঁশবাগানে চোরাচালানবিরোধী একটি অভিযান পরিচালনা করে। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় একটি দেশি তৈরি ওয়ান শুটার গান এবং একটি বারুদবিহীন গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে