মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকবিরোধী প্রতিবাদ করায় মো. বাবুল আহমেদ নামের এক যুবক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ‘আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা’ এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় জুলাই পুনর্জাগরণ কর্মসূচির একজন উদ্যোক্তা বলেও জানা গেছে।
সম্প্রতি শ্রীমঙ্গল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাবুলের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় তাঁকে ছদ্মনামে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে গতকাল (১৩ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মো. বাবুল আহমেদ, শ্রীমঙ্গল টিম ডায়নামিকের সদস্য আবির আল আজাদ, আব্দুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভুক্তভোগী বাবুল আহমেদ জানান, "আমি মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই একটি চক্র আমার ওপর ক্ষুব্ধ। তারা আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে এবং হত্যার হুমকিও দিচ্ছে।"
তিনি আরও জানান, মানববন্ধন শেষে তিনি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে