AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রিকশা-ভ্যানচালকদের মাঝে ত্রাণ বিতরণ



চরভদ্রাসনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রিকশা-ভ্যানচালকদের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ রিকশা ও ভ্যানচালকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১২০ জন রিকশা ও ভ্যানচালকের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। প্রতিজনকে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া, ১০০ গ্রাম মরিচ গুঁড়া এবং ২০০ গ্রাম হলুদ গুঁড়া দেওয়া হয়। প্রায় দুই হাজার টাকা মূল্যের এসব ত্রাণসামগ্রী মানবিক সহায়তার অংশ হিসেবে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, জাইকার কর্মকর্তা মজুর সামাদ, ইউএনও’র সিএ লুৎফর হোসেন এবং উজ্জ্বল হোসেন।

ইউএনও মনিরা খাতুন বলেন, “এই ত্রাণ সহায়তা অসচ্ছল রিকশা-ভ্যানচালকদের জন্য একটি ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চলমান থাকবে।”

স্থানীয় সুশীল সমাজ ও উপকারভোগীরা ইউএনও’র এই মহৎ উদ্যোগের প্রশংসা জানিয়েছেন।


একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!