ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ রিকশা ও ভ্যানচালকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১২০ জন রিকশা ও ভ্যানচালকের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। প্রতিজনকে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া, ১০০ গ্রাম মরিচ গুঁড়া এবং ২০০ গ্রাম হলুদ গুঁড়া দেওয়া হয়। প্রায় দুই হাজার টাকা মূল্যের এসব ত্রাণসামগ্রী মানবিক সহায়তার অংশ হিসেবে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, জাইকার কর্মকর্তা মজুর সামাদ, ইউএনও’র সিএ লুৎফর হোসেন এবং উজ্জ্বল হোসেন।
ইউএনও মনিরা খাতুন বলেন, “এই ত্রাণ সহায়তা অসচ্ছল রিকশা-ভ্যানচালকদের জন্য একটি ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চলমান থাকবে।”
স্থানীয় সুশীল সমাজ ও উপকারভোগীরা ইউএনও’র এই মহৎ উদ্যোগের প্রশংসা জানিয়েছেন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে