গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কার্যক্রম দ্রুত শুরু করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের হাতে স্মারকলিপিটি তুলে দেন জামায়াতের গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম।
গোবিন্দগঞ্জের সর্বস্তরের জনতার পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াত আমীর মাস্টার আবুল হোসাইন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আকরাম হোসাইন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে গোবিন্দগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে