গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ডা. কে. এম. বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, “বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে জামায়াত-শিবিরসহ একটি গোষ্ঠী কাজ করছে। এসব কর্মকাণ্ডে বিএনপি জড়িত নয় এবং সংগঠনের নামে চালানো অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
সমাবেশে নেতারা আরও বলেন, “ফ্যাসিস্টদের জায়গা ভারতে আর রাজাকারদের পাকিস্তানে, বাংলাদেশে নয়। জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ছাত্রদল রাজপথে থাকবে।”
একুশে সংবাদ/গো.প্র/এ.জে