"মেধা ও মননে সুন্দর আগামী"—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের আনোয়ারায় অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রম ও কৈশোর মেলা।
সোমবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত আইরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় এনজিও প্রত্যাশী এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশীর চকরিয়া উপজেলার সিনিয়র প্রোগ্রামিং অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আরমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনোয়ারা উপজেলার প্রোগ্রাম অফিসার মোঃ আজিম উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইয়াছিন আরফাত এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ বাবুল। উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ ফখর উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আরফাত, সিথারা বেগম, রুচি আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মেলায় মিনি ম্যারাথন, ১০০ মিটার দৌড়, দেশাত্মবোধক গান, নৃত্য ও যৌথ অভিনয়ের মধ্য দিয়ে কিশোর-কিশোরীদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি হয়। আয়োজনের অংশ হিসেবে ৮টি স্টলে শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি নানা সৃজনশীল উপকরণ প্রদর্শন করে।
সকাল ৯টায় শুরু হওয়া ম্যারাথনে অংশ নেয় শতাধিক কিশোর-কিশোরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে আনোয়ারা উপজেলার প্রতিটি ওয়ার্ডে ১টি কিশোর এবং ১টি কিশোরী ক্লাবসহ মোট ১৯৮টি ক্লাব সক্রিয় রয়েছে।
আয়োজকরা জানান, এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং কৈশোরের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির একটি প্রাতিষ্ঠানিক মঞ্চ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে