সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলস্টেশন সংলগ্ন হাইওয়ে সড়কের পাশে ড্রেন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (বয়স আনুমানিক ৩৫ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয় পথচারীরা ড্রেনের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে সিরাজগঞ্জ সদর থানায় খবর দেয়। পরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির শরীরে বেশ কিছু বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় মৃতদেহটি এখনো অজ্ঞাত হিসেবেই রয়েছে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে ড্রেনে ফেলে রেখে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত তদন্তকারী কর্মকর্তা এসআই শফিউল ইসলাম বলেন,“স্থানীয়দের দেয়া খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে চূড়ান্ত মতামতের জন্য ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি এবং কেউ গ্রেফতারও হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে