চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ জুলাই) এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় গত এক মাসের জেলার সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিষয়গুলোর মধ্যে ছিল:অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং দমন, অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি ।
জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। চট্টগ্রাম যেন মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।” তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মানহীন হাসপাতালের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং সরকারি বিভিন্ন কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন।
সভায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ রাজনৈতিক প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে