কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহিম সরকারের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ এনে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টায় কলাকান্দি বাজার এলাকার খাজা মোহাম্মদ আলী চেয়ারম্যানের উঠানে প্রথমে মাদকবিরোধী আলোচনা সভা এবং পরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের অপসারণ দাবি জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, ইব্রাহিম সরকার ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের কাজে দুর্নীতি করেছেন। এছাড়া চাঁদাবাজি, জায়গা দখল ও প্রতিপক্ষের বাড়িঘরে হামলার সঙ্গে তিনি জড়িত।
তারা আরও বলেন, গত ৪ আগস্ট বিএনপি নেতা এমআই টিপু, আব্দুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরীফুল ইসলামসহ একাধিক ব্যক্তির বাড়ি ভাঙচুর করা হয় ইব্রাহিম সরকারের নেতৃত্বে।
কলাকান্দি গ্রামের বাসিন্দা মরহুম আব্দুর রহমানের ছেলে মো. ইউনূস বলেন, “ইব্রাহিম সরকার ও মরম আলী গং মিলে আমার জায়গায় নির্মিত ঘরটি ভেঙে ফেলে। পরে মীমাংসার কথা বলে হুমকি-ধামকি দিয়ে প্রায় ১০ লাখ টাকা চাঁদা আদায় করে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি, প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী গোলজার মিয়া, কবির সরদার, মুছা সরদার, গিয়াস উদ্দিন, মোশাররফ হোসেন, বাদল সরকার, মোবারক, ইউনূস, নূর ইসলাম, ৪নং ওয়ার্ড সদস্য আক্তার হোসেন, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুর রব, হিরু মোল্লা, সমাজসেবক ময়না, আলাউদ্দিন মোল্লা, আবুল কাশেম ও বাবুলসহ অনেকে।
এ বিষয়ে চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে