ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সালাম ওই গ্রামের মৃত সেজার উদ্দিনের ছেলে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কৃষক আব্দুস সালাম রোববার দুপুরে বাড়ির পাশে নিজ জমিতে আমন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তার মরদেহ মাঠ থেকে উদ্ধার করে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে