গাজীপুরের শ্রীপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার সোহেল রানার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তিন দিন ধরে দলিল লেখক ও ভেন্ডারগণ দলিল সম্পাদন বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করছেন। কর্মসূচির তৃতীয় দিনে রোববার (১৩ জুলাই) তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।
দুপুরে শ্রীপুর পৌরসভার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে ইউএনও বরাবর স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার সরকারি নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ দাবি করছেন, যা কখনো কখনো দলিলভেদে ২ লাখ টাকারও বেশি হয়। অতিরিক্ত অর্থ না দিলে নানা অজুহাতে দলিল বাতিল করে দেওয়া হচ্ছে।
দলিল লেখক জাকারিয়া জানান, “সরকারি ফি পরিশোধ করেও দলিল অনুমোদন পাচ্ছে না। অথচ অতিরিক্ত টাকা দিলে একই দলিলে কোনো আপত্তি থাকে না। এতে জমির ক্রেতা-বিক্রেতা উভয়ই হয়রানির শিকার হচ্ছেন। বিক্রেতারা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারছেন না, আর ক্রেতারা জমি রেজিস্ট্রেশন করতে না পেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবচেয়ে বড় কথা, এতে সরকার রাজস্ব হারাচ্ছে।”
প্রতিবাদকারীরা আরও জানান, যদি অতিরিক্ত অর্থ আদায় বন্ধ না হয় এবং সোহেল রানাকে অপসারণ করা না হয়, তবে তারা দলিল সম্পাদনে অনির্দিষ্টকালীন বিরত থাকার পাশাপাশি আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার সোহেল রানা বলেন, “কেউ যদি মিথ্যা অভিযোগ তোলে, তাহলে আমার কিছু করার নেই। আমি ইতোমধ্যে প্রতিবাদকারীদের বলেছি—আমার সঙ্গে আলোচনায় বসতে। আগামীকাল (সোমবার) তারা আমার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। তবে দলিল সম্পাদন পুরোপুরি বন্ধ হয়নি।”
একুশে সংবাদ/গা.প্র/এ.জে