জামালপুরের মাদারগঞ্জে রাতের আধারে নিজ বাড়ীতে মাসুদ প্রামানিক (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা ও রুবেল প্রামানিককে (২০) গলা কেটে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কোয়ালিকান্দি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আলতাফুরের সৌদি প্রবাসী ছেলে দেশে ফেরার কথা। প্রবাসীকে আনার জন্য তার পরিবার শুধুমাত্র রুবেলকে বাড়ীতে রেখে ঢাকা বিমানবন্দরে যান। শনিবার দিবাগত রাত ১১টার দিকে রুবেল প্রামানিক বাড়ীতে একা হলে তার ভাতিজা মাসুদ প্রামানিককে ডেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার বেলা বেড়ে গেলেও দুইজন ঘুম থেকে না উঠায় দরজা ভেঙে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় মাসুদের মরদেহ দেখতে পান ও গলাকাটা অবস্থায় আহত রুবেলকে উদ্ধার করে মাদারগঞ্জ হাসপাতালে পাঠায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ একুশে সংবাদ.কমকে জানান, একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে আরেকজনকে গলা কেটে আহত করেছে। এবিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে