বেলাব উপজেলায় আজ রবিবার (১৩ জুলাই) সকালে ট্রাকচাপায় আলকাছ মিয়া (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্থানীয় বাজারে মুদি দোকান চালাতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী দোকানের মালামাল কেনার জন্য ব্যাটারিচালিত একটি ভ্যানে করে বারৈচা বাজার থেকে মালামাল নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ড পৌঁছালে পিছন থেকে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত ভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকায় আলকাছ মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।
ভৈরব হাইওয়ে থানার এস.আই মো. রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে