নব গঠিত শেরপুর জেলা বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক এবং নকলা-নালিতাবাড়ী শেরপুর-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান তারাকে গণসংবর্ধনা দিয়েছে রাজনগর ইউনিয়ন বিএনপি।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনার আয়োজন করে।
রাজনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাতেম আলী’র সভাপতিত্বে এবং নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক দুলাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব গঠিত জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান তারা।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, আব্দুল মালেক, কামরুজ্জামান বিএসসি, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ওএমকে টুকন, লোকমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ফজলুর রহমান তারাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে