AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৫০০ গাছের চারা বিতরণ



নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৫০০ গাছের চারা বিতরণ

জলবায়ু পরিবর্তন রোধে সামাজিক বনায়নের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট।

রোববার (১৩ জুলাই) দুপুরে দেওয়ানগঞ্জ বাজারস্থ ট্রাস্ট কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে চারা বিতরণ করা হয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জুনাইদের সার্বিক দিকনির্দেশনায় এবং কোষাধ্যক্ষ মুফতি তারিক জামিলের তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল্লাহ, আর সঞ্চালনা করেন মাওলানা সোহাগ হোসাইন।
স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের কোষাধ্যক্ষ সুপার মাওলানা আব্দুস সাত্তার।

এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা কাজী আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক মিজবাহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক শেখ মাহমুদ হোসেন, বিএনপি নেতা জালাল উদ্দিন মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, জালাল উদ্দিন ভূঁইয়া, আবুল কালাম, মাজুম, যুবদল নেতা হাসান মাহমুদ বাবুল, মাসুম মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল্লাহ বলেন, “প্রতি বছরের মতো এবারও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১২ প্রজাতির ৫ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ১২ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।”

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!