গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ২টি বসতঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, মৃত নায়েব উদ্দিনের ছেলে ছলেমান মিয়ার শয়ন রুমের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই দুইটি রুম দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সকল আসবাবপত্র, নগদ টাকা, ফ্রিজ, পোশাক, চাল-ডালসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জানায়, আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে