জয়পুরহাটের আক্কেলপুরে মসজিদের খতিব ও ইমামদের নিয়ে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) উপজেলা মডেল মসজিদের অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা ওলামা বিভাগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর শাখার নায়েবে আমীর সাইদুর রহমান, উপজেলা জামায়াতের প্রচার মিডিয়া ও রাজনৈতিক সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন সুইট । অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি রিপন হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওয়ালিউল্লাহসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা।
একুশে সংবাদ/জ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

