কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় নৌকাভ্রমণের সময় ব্রহ্মপুত্র নদে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে তার নয় বছর বয়সী ছোট বোন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম নীলা আক্তার (১৭) এবং নিখোঁজ শিশুর নাম নীহা আক্তার (৯)। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। এছাড়া, তাদের মা নীপা বেগম (৪০) আহত অবস্থায় উদ্ধার হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, “নৌকাডুবির খবর পাওয়ার পরপরই ডুবুরি দল পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। আশা করছি নিখোঁজ শিশুটিকে দ্রুত খুঁজে পাওয়া যাবে।”
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নৌকাডুবিতে একজন কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং একজন শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের বরাতে জানা গেছে, পরিবারসহ দক্ষিণ চরটেকি এলাকায় ঘুরতে গিয়েছিলেন নীলা ও নীহা। সম্প্রতি ব্রহ্মপুত্র নদীর তীরে নির্মিত বাঁধ এলাকাটি স্থানীয় পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ভ্রমণের সময় তারা একটি নৌকায় ওঠেন এবং হঠাৎ ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশ নিলেও নীলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং নীহা নিখোঁজ থাকে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে