মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চকগাঁও হাজী বাড়িতে দীর্ঘ প্রায় ৫০-৬০ বছরের পুরোনো জমি সংক্রান্ত বিরোধ অবশেষে মীমাংসিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) এই জটিল বিরোধ নিষ্পত্তি করেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী।
সমঝোতা সভায় স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি, গ্রামবাসী এবং উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে উভয় পক্ষ সম্মতিতে পৌঁছালে দীর্ঘদিনের এই জমি সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়।
সাংবাদিক ইদ্রিস আলী বলেন, “সম্প্রীতির গ্রামীণ সমাজ টিকিয়ে রাখতে বিরোধ নয়, সমঝোতাই হওয়া উচিত আমাদের অগ্রাধিকার। সকলের সহযোগিতায় দীর্ঘদিনের একটি জটিল সমস্যা আজ শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে—আলহামদুলিল্লাহ।”
স্থানীয়রা জানান, সাংবাদিক এম ইদ্রিস আলীর মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এ সালিশ বৈঠক গ্রামীণ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে