সম্প্রতি মুন্সীগঞ্জের শ্রীনগর বহুল আলোচিত ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি স্বপন মেম্বার গ্রেফতার হওয়ায় স্বস্তিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকাল ৫ ঘটিকায় শ্রীনগর উপজেলার ধাইসার চৌরাস্তা মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন খোকা মোড়ল, সিরাজ তালুকদার, জাহিদুল, হামিদ তালুকদার, ইদ্রিস আলী প্রমূখ।
বুধবার দিবাগত রাত পৌণে ২টার দিকে র্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী স্বপন মেম্বার (৪৮)কে গ্রেফতার করে শ্রীনগর থানায় হস্তান্তর করেন।
গ্রেফতারকৃত আসামী স্বপন মেম্বার শ্রীনগর উপজেলার দেওয়ানপাড়া শ্যামসিদ্ধি গ্রামের আবুল চৌধুরীর ছেলে। সে শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান তাকে ঐ দুই মামলায় গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
এলাকাবাসী জানান, স্বপন মেম্বারের বিরুদ্ধে এলাকায় বহু নারী কেলেঙ্কারী,জুয়া,মাদক ও টাকা জালিয়াতির অভিযোগসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
তাকে পুলিশ গ্রেফতার করায় আমরা এলাকাবাসী স্বস্তি পেয়েছি ।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

