নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে হঠাৎ করেই কাঁচামরিচের দাম বেড়ে আকাশছোঁয়া অবস্থানে পৌঁছেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৬০০ টাকায়। অথচ একদিন আগেও একই পণ্য বিক্রি হচ্ছিল ২০০ টাকায়।
ক্রেতাদের অভিযোগ, মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজিতে ৪০০ টাকা মূল্যবৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক নয়। কয়েকদিন আগেও ৮০ থেকে ১০০ টাকায় মিললেও এখন ৬০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে কাঁচামরিচ, যা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
বাজারের এক ব্যবসায়ী সোহেল মিয়া জানান, টানা বর্ষণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। অনেক জায়গায় গাছ নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহে সংকট দেখা দিয়েছে। ফলে দাম বেড়ে গেছে।
তবে অনেক ক্রেতা মনে করছেন, প্রকৃতির দুর্যোগকে অজুহাত বানিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। বাজারে আসা ক্রেতা ইয়াবুর রহমান বলেন, “বৃষ্টির অজুহাত ঠিক আছে, কিন্তু এক দিনে ২০০ টাকা থেকে ৬০০ টাকা হওয়া কোনোভাবেই স্বাভাবিক না। এটা সুস্পষ্টভাবে বাজারে সিন্ডিকেটের কাজ।”
বাজার মনিটরিং এবং কঠোর নজরদারির দাবি জানিয়েছেন অন্যান্য ভুক্তভোগী ক্রেতারাও। তাদের ভাষায়, "যদি সরকারের পক্ষ থেকে এখনই হস্তক্ষেপ না আসে, তাহলে অচিরেই রান্নাঘরে আগুন লেগে যাবে।"
ঘোড়াশাল বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি আবুল কাশেম মিয়া বলেন, “কাঁচামরিচের এমন দাম শুনে আমিও অবাক হয়েছি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেন দাম স্বাভাবিক অবস্থায় রাখা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে