চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী ইপিজেডের (ইপিজেড) একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং নৌবাহিনীর একটি দল প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে জ্যান্ট এক্সেসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) জানায়, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কারখানাটি বন্ধ ছিল। ফলে শ্রমিক কেউ সেখানে অবস্থান করছিল না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই কর্ণফুলী, আগ্রাবাদ ও ইপিজেড স্টেশন থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনীর একটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। বিকেল ৪টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন কীভাবে লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে