ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. নাজমুল হুদা বিপ্লব সরাইল উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার ক্যাফে বাংলা হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির।
মতবিনিময়কালে ডা. নাজমুল হুদা বলেন, “আমার বাবা ডা. ফরিদুল হুদা এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক ছিলেন। তিনি নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শকে অনুসরণ করেই আমি রাজনীতি করছি ও মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যেখানে প্রতিটি আসনে বহু যোগ্য নেতৃবৃন্দ রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেও ১০-১২ জন যোগ্য নেতা রয়েছেন, যারা মনোনয়ন প্রত্যাশা করছেন। আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী। তবে দল যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষেই সকলে মিলে ধানের শীষ প্রতীকে কাজ করব।”
সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আরমান উদ্দিন পলাশ, রোমেল মিয়া, বিএনপি নেতা আক্তার হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে