শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও স্থানীয়দের ওপর নির্যাতনের অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাওলানা সিরাজি, শরিফ রব্বানী ও আব্দুল হান্নান। বক্তারা অভিযোগ করেন, গত ৬ জুলাই দক্ষিণ কান্দুলী গ্রামে সীমানা প্রাচীর নিয়ে স্থানীয় জুয়েল মিয়ার পরিবারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরে ছুটিতে বাড়ি ফেরা সেনা সদস্য শাকিল হোসেন শান্ত`র নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র জুয়েল মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
এছাড়াও, বক্তারা বলেন, সেনা সদস্য শাকিল ও তার পরিবারের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই এলাকার সাধারণ মানুষ হামলার শিকার হচ্ছেন। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। মানববন্ধন থেকে বক্তারা শাকিল ও তার পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে