AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে জিপিএ-৫ বেড়েছে, তবে কমেছে পাসের হার



বোয়ালখালীতে জিপিএ-৫ বেড়েছে, তবে কমেছে পাসের হার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, যা কিছুটা স্বস্তি জুগিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বোয়ালখালী থেকে অংশ নেয় ৩ হাজার ২২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৫০২ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৯ শতাংশ। তবে গত বছর এই হার ছিল ৮১ দশমিক ৯৯ শতাংশ। অন্যদিকে, এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন শিক্ষার্থী, যা আগের বছরের ১১৫ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ফলাফলের এ পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, "আমি দিনরাত পরিশ্রম করেছি, পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়েছি, প্রস্তুতি ও মনোবল সম্পর্কে খোঁজ নিয়েছি। তবুও ফল প্রত্যাশামতো আসেনি। তবে জিপিএ-৫ প্রাপ্তির হার আমাদের কিছুটা সান্ত্বনা দিয়েছে।"

ফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার সর্বোচ্চ—৮৯ দশমিক ৩৫ শতাংশ। বিদ্যালয় পর্যায়ে পাসের হার ৭৭ দশমিক ৪৯ শতাংশ হলেও মাদরাসা পর্যায়ে তা নেমে এসেছে মাত্র ৫৪ দশমিক ৯৭ শতাংশে।

উল্লেখযোগ্যভাবে, উপজেলার সৈয়দপুর হাসান-শাহীনুর একাডেমি এবার শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে।

শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম আরও বলেন, “প্রশাসনিক সহায়তা ও সামাজিক প্রত্যাশার সমন্বয়ে আরও ভালো ফলাফল আশা করেছিলাম। আগামীতে সবার সম্মিলিত চেষ্টায় আরও উন্নত ফলাফল অর্জন সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।”

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!