AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শতভাগ ফেল করা সেই স্কুলে এবার সকলেই পাস, একজনের জিপিএ-৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৭:০৯ পিএম, ১০ জুলাই, ২০২৫

শতভাগ ফেল করা সেই স্কুলে এবার সকলেই পাস, একজনের জিপিএ-৫

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল করেছিল—যা এলাকাবাসীর জন্য ছিল একধরনের ধাক্কা। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে দৃশ্যপট পাল্টে গেছে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির সব শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে পাস করেছে, এর মধ্যে একজন পেয়েছে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫। এমন সাফল্যে আনন্দে ভাসছে বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদ্যালয় সূত্র জানায়, এবার মোট ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ জন বিজ্ঞান বিভাগে ও ২ জন মানবিক বিভাগে ছিল। সবাই উত্তীর্ণ হয় এবং বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী পেয়েছে জিপিএ-৫।

উল্লেখযোগ্যভাবে, গত বছর এই স্কুল থেকে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছিল। ফলে এলাকায় তীব্র হতাশা ও সমালোচনার সৃষ্টি হয়। তবে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা যেমন মনোযোগী হয়েছে, তেমনি শিক্ষকরা দিয়েছেন বাড়তি সময় ও যত্ন। এই সম্মিলিত প্রয়াসেই এসেছে কাঙ্ক্ষিত ফল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন,“গতবারের ফল আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তবে আমরা হাল ছাড়িনি। শিক্ষার্থীদের নিয়ে দিনরাত পরিশ্রম করেছি। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় এবং মহান আল্লাহর রহমতে আমরা এবার শতভাগ পাস ও একটি জিপিএ-৫ অর্জন করেছি।”

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন,“গত বছরের খারাপ ফলের পর আমরা বিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠদানে আরও আন্তরিক হওয়ার নির্দেশ দিয়েছিলাম। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এবার তারা ভালো ফল করেছে, যা প্রশংসনীয়। আমি সবাইকে অভিনন্দন জানাই।”

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই অর্জন প্রমাণ করে—ইচ্ছা ও সততার সঙ্গে কাজ করলে যেকোনো অবস্থার পরিবর্তন সম্ভব। এখন দরকার এই ধারা ধরে রেখে আরও উন্নতির দিকে এগিয়ে যাওয়া।

 


একুশে সংবাদ/কি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!