AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটিয়ায় পরীক্ষা কেন্দ্রে সাপের কামড়, হাসপাতালে পরীক্ষার্থী



পটিয়ায় পরীক্ষা কেন্দ্রে সাপের কামড়, হাসপাতালে পরীক্ষার্থী

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী সাপের কামড়ের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত পরীক্ষার্থীর নাম বোরহান উদ্দিন সাগর (১৯)। তিনি হুলাইন ছালেহ নুর কলেজের শিক্ষার্থী এবং খলিল-মীর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

ঘটনাটি ঘটে সোমবার (৭ জুলাই) সকালের পরীক্ষাকালে। পরীক্ষার্থী সাগর জানান,“পরীক্ষার হলে আলো স্বল্পতার কারণে জানালা খুলতে গেলে জানালার পাশে থাকা একটি সাপ আমার হাতে কামড় দেয়। এরপরও পরীক্ষা চালিয়ে যেতে চাইলে কর্তব্যরত শিক্ষক ও পর্যবেক্ষক আমাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। আশ্বাস পেয়ে চিকিৎসা শেষে কেন্দ্রে ফিরে আসি, কিন্তু তখন সৃজনশীল অংশ লেখার সুযোগ আর দেওয়া হয়নি।”

সাগর দুপুর ১২টা ৩০ মিনিটে কেন্দ্রে ফিরে এসে মাত্র ১৫ মিনিট পরীক্ষার সময় পান এবং শুধুমাত্র এমসিকিউ অংশ সম্পন্ন করতে সক্ষম হন। বর্তমানে তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বেডে ভর্তি রয়েছেন।

চিকিৎসক ডা. নওশাদ জানান,“রোগীকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাপে কাটার প্রাথমিক লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।”

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাহ উদ্দিন বলেন,“পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসা শেষে ফিরে এলে তাকে মানবিক বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়। তবে বোর্ডের নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় দেওয়ার কোনো অনুমতি নেই।”

ঘটনার পর পরীক্ষার্থী ও তার অভিভাবকরা শিক্ষা বোর্ডের সহানুভূতির প্রত্যাশা করছেন, যাতে ওই পরীক্ষাটি পূর্ণাঙ্গভাবে পুনরায় দেওয়ার সুযোগ পাওয়া যায়।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!