ফেনীতে গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিতে রেকর্ড ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে জেলায় সর্বোচ্চ। এই অতিবৃষ্টির ফলে শহরের অনেক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত এই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে ফেনী আবহাওয়া অফিস। ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানিয়েছেন, জেলার ওপর দিয়ে দুই দিন ধরেই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। আগামী দুই-তিন দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বৃষ্টি আর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, শাহীন একাডেমি এলাকা, মিজান রোড, পেট্রোবাংলাসহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিচু সড়ক তলিয়ে গেছে, পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি।
পৌর হকার্স মার্কেটের এক ব্যবসায়ী আবদুর রহমান ফারহান বলেন, “সকালে দোকানে পানি ঢুকে পড়ায় পণ্যের ক্ষতি হয়েছে। গত বছরের ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারিনি। শহরের ড্রেন ঠিক থাকলে হয়তো এমনটা হতো না।”
অন্যদিকে, ছাগলনাইয়ার আবদুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, “আজ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা রয়েছে। কিন্তু বৃষ্টির কারণে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে।”
ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, “অতিরিক্ত বৃষ্টিপাত ও ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে পানি জমেছে। তবে বৃষ্টি থামলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে পৌরসভার সাতটি টিম জলাবদ্ধতা নিরসনে মাঠে কাজ করছে।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে